Daily
বিনিয়োগ একবার, আজীবন ৯ হাজার। কি অবাক হচ্ছেন? ভাবছেন কোথায় রয়েছে এমন স্কিম যেখানে একবার বিনিয়োগ করতে পারলেই প্রতিমাসে পেনশনের মত ৯ হাজার টাকা ঢুকে পড়বে আপনার অ্যাকাউন্টে? তাহলে আসুন করা যাক সেই স্কিমের তত্ত্বতালাশ।
আর্থিক অনিশ্চয়তা মানেই অসুরক্ষিত ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ প্ল্যানিং এর জন্য প্রয়োজন আর্থিক নিশ্চয়তা। আর এই কাজটাই করছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি। সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এমন একটি স্কিম যেখানে আপনি বিশ্বাস করে বিনিয়োগ করতে পারলে মাসিক একটা আয়ের পথ নিশ্চিত হবে। এলআইসি এই স্কিমের নাম দিয়েছে এলআইসি জীবন শান্তি স্কিম। যেখানে গ্রাহকদের দিতে হবে বার্ষিক একটি প্রিমিয়ামের অঙ্ক। পরিবর্তে গ্রাহক বেছে নিতে পারবেন কত বছর পর এই সুবিধা নিতে চান- ৫, ১০, ১৫ না ২০। গ্রাহকদের পছন্দমতই প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা দিতে থাকবে এলআইসি। যারা মোটা টাকা জমা দেবার পরেই পেনশন নিতে চান, তাঁরাও পাবেন এই সুবিধা।
এই পলিসিতে যদি কোন ব্যক্তি এককালীন ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন ৩০ বা ৩৫ বছরেই এবং ২০ বছর পরে পেনশন নিতে চান তাহলে পলিসি হোল্ডারদের পেনশন দেওয়া হবে বার্ষিক ২১.৬ শতাংশ সুদের হারে। সেক্ষেত্রে গ্রাহক প্রতি মাসে পাবেন ৯ হাজার টাকা।
প্রত্যেকেই নিজের ভবিষ্যতকে আর্থিক সুরক্ষা দিতে চায়। বর্তমানে বাজারে রয়েছে বহু সংস্থার বহু যোজনা। এর মধ্যে কোন পলিসি আপনাকে দেবে নিশ্চয়তার গ্যারান্টি সেই নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। গ্রাহকেরাও এর ফলে পড়েন ধাঁধায়। সেদিক থেকে দেখতে গেলে এলআইসি জীবন শান্তি স্কিম গ্রাহকদের স্বস্তি দেবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট