Daily

এবার আরও একবার দেশের সবচেয়ে বড় বীমা সংস্থার হাত ধরে বিলোগ্নিকরণের পথে হাঁটছে কেন্দ্র। আইপিও বাজারে শীঘ্রই এন্ট্রি নিতে চলেছে এলআইসি। আসছে বছরের শুরুতেই বাজারে আইপিও নিয়ে আসতে চলেছে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসি। ওয়াকিবহালমহল সূত্রে খবর, ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই এন্ট্রি নেবে এলআইসি- র আইপিও।
সূত্রের খবর, এলআইসি- র শেয়ারের ৫-১০% বাজারে ছেড়ে রিটার্ন হিসেবে প্রায় ১ লক্ষ কোটি টাকা, বাজার থেকে তুলতে পারে কেন্দ্র। উল্লেখ্য, চলতি আগামী ডিসেম্বরেই সংস্থার এমবেডেড ভ্যালু ঘোষণা করতে পারে তারা। যার উপর নির্ভর করেই বাজারে এলআইসি- র দর নির্ধারণ করা হবে। ভারতের জীবন বিমার বাজারের প্রায় ৬০% এলআইসি অন্তর্গত। যার আর্থিক বাজার মূল্য প্রায় ৫০,০০০ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবর্ষের বিলগ্নিকরনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ভারত পেট্রোলিয়াম আর এলআইসি- র শেয়ার বাজারে অনাই কেন্দ্রের কাছে এখন পাখির চোখ। আর বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি একবার এলআইসি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে যায় তাহলে সরকার চলতি আর্থিক বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা পেতে পারে।
ব্যুরো রিপোর্ট