Market
মাথায় হাত বিনিয়োগকারীদের। বাজার থেকে গায়েব ১৭০০ কোটি ডলার। যা কার্যত ব্যপক অস্থিরতা তৈরি করেছে শেয়ার বাজারে। সাফ জানিয়ে দিলেন, বাজার বিশেষজ্ঞরা। তার জন্য দুষছেন এলআইসিকেই।
বাজারে এলআইসি’র আইপিও ছাড়ার খবর চাউর হতেই কার্যত গোটা দেশে ব্যপক উন্মাদনা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। বিশ্বস্ততার কথা মাথায় রেখেই বিনিয়োগকারীরা এলআইসির আইপিও কিনতে আগ্রহ দেখান। গত ১৭ মে প্রথম শেয়ার বাজারে আইপিও ছাড়ে এলআইসি। অনেক বিনিয়োগকারী সেই আইপিও কিনেও নেন। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এলআইসি। আইপিও-তে এলআইসি’র টানা পতন কার্যত ঘোর অনিশ্চয়তা তৈরি করে বিনিয়োগকারীদের মধ্যে। ১৭ মে-র পর থেকে এলআইসি’র আইপিও দর ২৯ শতাংশ মতন হ্রাস পায়।
এবার বাজার থেকে ১৭০০ কোটি ডলারের বিনিয়োগ কার্যত উধাও হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে এলআইসি’র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বাজার বিশেষজ্ঞরা, সকল দায় চাপাতে চাইছেন এলআইসি’র ঘাড়েই। এমনকি এশিয়ার সবচেয়ে বড় ফ্লপের তকমাও সেঁটে দেওয়া হচ্ছে এলআইসি’র দিকে। আপনার কি মনে হয়? সত্যিই কি এলআইসি’র কারণেই বাজার থেকে এই বিপুল অঙ্কের বিনিয়োগ উধাও হয়ে গেল? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।