Trending
বর্তমান পরিস্থিতিতে জীবনের মূল্য কতটা সেটা প্রতি পদক্ষেপে বুঝতে পারছেন মানুষ। আর একজনকে ঘিরে রয়েছে তার পরিবারের জীবনও। ভাইরাস ছড়িয়ে বসার পর স্বাস্থ্যের সঙ্গে মানুষের মধ্যে তৈরি হয়েছে জীবনের প্রতি সতর্কতা। তাই বিমা নিয়ে সাধারণ মানুষ এখন বেশিই সচেতন হয়ে পড়েছেন। কিন্তু বর্তমানে অনেক রকম বিমা বাজারে রয়েছে। কিন্তু কোন বিমায় নামমাত্র মূল্য বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া সম্ভব? আসুন জেনে নেওয়া যাক।
সর্বস্তরের মানুষের কথা খেয়াল রেখেই ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির পক্ষ থেকে নিয়ে আসা হল আম আদমি বিমা যোজনা। যাতে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পাওয়া যাবে কভারেজ। সঙ্গে রয়েছে লাইফ টাইম পলিসির বিশেষ সুবিধা।
কোন ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে পাওয়া যাবে ৩০ হাজার টাকা। তবে যে ব্যক্তি পলিসি নিয়েছেন তাঁরই মৃত্যু হতে হবে।
দুর্ঘটনায় মৃত্যু হলে পাওয়া যাবে ৭৫ হাজার টাকা। এবং কোন কারণে প্রতিবন্ধী হয়ে পড়লে পাওয়া যাবে ৩৭,৫০০ টাকা।
এটি আম আদমি যোজনা এবং ধনশ্রী বিমা যোজনার সম্মিলিত স্পেশাল স্কিম। মূলত দারিদ্রসীমার নীচে থাকা ব্যক্তিরা এই বিমা করলে যথেষ্ট লাভবান হবেনা।
আম আদমি বিমার সুবিধা পেতে গেলে বয়স থাকতে হবে ১৮ থেকে ৫৯ এর মধ্যে। বার্ষিক প্রিমিয়াম হিসেবে জমা দিতে হয় ২০০ টাকা।
এই বীমার আওতায় থাকলে কেন্দ্র এবং রাজ্য জমা দেবে ১০০ টাকা। এবং আপনাকে দিতে হবে ১০০ টাকা। আরও জানতে নজর রাখুন এলআইসির ওয়েবসাইটে।
ব্যুরো রিপোর্ট