Daily

মাসের শেষ, হাত টান? বিমার কিস্তি মেটাতে পারছেন না? চিন্তা নেই। এবার থেকে চাইলে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকেই বিমা চালিয়ে যেতে পারেন চাকরিজীবীরা। তবে সেক্ষেত্রে বীমা হতে হবে কেবলমাত্র ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি- র।
কেবলমাত্র ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি- র পুরনো বিমার কিস্তি মেটাতে না পারলে পুরনো বিমার কিস্তির টাকা দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ইপিএফ-এর ওয়েবসাইট থেকে ১৪ নম্বর ফর্মটি তারা ফিল আপ করে দিলে ইপিএফও গ্রাহকের হয়ে জীবন বিমার কিস্তির টাকা নির্দিষ্ট সময়ে জমা দিয়ে দেয়।
তবে এক্ষেত্রে গ্রাহকদের মনে রাখতে হবে যে তাদের পিএফ অ্যাকাউন্ট কমপক্ষে দু’বছরের পুরনো হতে হবে এবং যে পরিমাণ কিস্তি দিতে হবে সেই টাকা ওই অ্যাকাউন্টে থাকতেই হবে।
ব্যুরো রিপোর্ট