Market

আর মাত্র কিছুদিনের মধ্যেই দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং অনুষ্ঠিত হতে চলেছে। দেশের সর্বোচ্চ বিমা কোম্পানি লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন বা LIC IPO প্রোগ্রামে নামতে চলেছে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি৷ সূত্রের খবর, ইতিমধ্যেই বিনিয়োগকারীরা কথাবার্তা চালু করে দিয়েছেন। সম্ভাব্য ড্রাফটিং এর কাজও শেষ হবে এই মাসের মধ্যেই।
বর্তমানে ভারতের অর্থনীতিতে IPO খুব বড় একটি নাম। এদিকে, সাফল্যের সঙ্গে IPO করে গোটা দেশে তাক লাগিয়ে দিয়েছে Zomato। তারপর থেকে একাধিক বড় সংস্থা IPO অনুষ্ঠান করার পথে হাঁটছে। তবে এক্ষেত্রে সফলতা ও ব্যর্থতা নিয়ে দ্বিমত রয়েছে। কিন্তু তাতে IPO এর গুরুত্ব কমছে কোথায়? ভারত সরকার LIC এর IPO এর মাধ্যমে নিজের অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
চলতি মাসে IPO এর প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই বিনিয়োগকারীরা আলোচনা শুরু করে দিয়েছেন। ড্রাফটিং এর কাজও এই মাসের মধ্যেই শেষ হতে চলেছে। উল্লেখ্য, LIC এর আসল নিয়ন্ত্রক তাদের এজেন্টরা। বর্তমানে LIC এর এজেন্টরা প্রায় 55% শেয়ারের মালিক। এজেন্ট পিছু প্রায় 15.3টি পলিসি রয়েছে। চলতি অর্থবর্ষ অর্থাৎ, 2021-22 সালে প্রথম ছয় মাসের মধ্যে প্রায় 70,12,193টি শেয়ার বিক্রি করেছে। বৃদ্ধি পেয়েছে 32.04% প্রিমিয়াম। তবে দেখার অপেক্ষা, যে কারণে সরকারের এত আয়োজন– তা পারতপক্ষে সফল হয় কিনা।