Market
কথায় বলে পিতৃদায় বড় দায়। আর কন্যা সন্তান হলে তো কথাই নেই। সুস্থ এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় কন্যার বিয়ে দিয়ে তবেই যেন শান্তি হয় বাবা-মায়ের। কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতি বেশ টালমাটাল। এই অবস্থায় এখন থেকেই কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজন ভালোরকম আর্থিক নিশ্চয়তা। এবার কন্যাসন্তানের কথা মাথায় রেখে জীবন বিমা কর্পোরেশন নিয়ে এল এক বিশেষ পরিকল্পনা। এর নাম দেওয়া হয়েছে- এলআইসি কন্যাদান পলিসি। কি এই কন্যাদান পলিসি? আসুন জেনে নেওয়া যাক।
এই পলিসির আওতায় থাকলে একজন বিনিয়োগকারীকে বছরে ৪,৪৫০ টাকা জমা দিতে হয়। এই পলিসির আওতায় ৩ বছরের কম প্রিমিয়াম দিতে হয়। এবং ২৫ বছর পাওয়া যাবে এলআইসি থেকে ২৭ লক্ষ টাকা। তবে খেয়াল রাখতে হবে, বিনিয়োগকারীর বয়স যেন ৩০ বছর হয় এবং তার কন্যা সন্তানের বয়স যেন ১ বছর হয়।
এই পলিসির মেয়াদ সর্বনিম্ন রাখা হয়েছে ১৩ বছর। যদি বিনিয়োগকারীর কোন কারণে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তিকে এলআইসির পক্ষ থেকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। কেউ ৫ লক্ষ টাকার বিমাও করতে পারেন, আবার কেউ ১০ লক্ষ টাকারও করতে পারেন। কেউ যদি ৫ লক্ষ টাকার করেন তবেন ২২ বছরের জন্য মাসিক কিস্তি দিলে পাওয়া যাবে ১৩.৩৭ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকার করলে মাসিক কিস্তি ৩৯০১ টাকার ভিত্তিতে পাওয়া যাবে ২৬.৭৫ লক্ষ টাকা।
তাহলে আর চিন্তা কি? কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়েও আর কোন আশঙ্কা নয়। আপনার পাশে, পরিবারের পাশে রয়েছে এলআইসি।
ব্যুরো রিপোর্ট