Trending

নাগরিকদের সুবিধার জন্য মাঝেমধ্যে বেশ কিছু নতুন পলিসি নিয়ে আসে LIC বা জীবন বীমা নিগম কর্পোরেশন। তবে এর মধ্যে অধিকাংশ স্কিমই অবসরজীবনের জন বিশেষ কার্যকরী। সম্প্রতি LIC একটি বিশেষ স্কিম বাজারে নিয়ে এসেছে। নয়া এই স্কিমের নাম Jan Dhan Rekha। এই স্কিমটি একটি Non-Linked, Non-Participating এবং শুধুমাত্র ব্যক্তিগত স্কিম। Non Linked এবং Non-Participating হওয়ার অর্থ হল, এই স্কিমের রিটার্ন বাজারের উপর নির্ভর করে না। ফলে, বিনিয়োগকারীদের ঝুঁকি কম।
তবে এই স্কিমে দুটি বিশেষত্ব রয়েছে। এক, এই স্কিমে মহিলাদের জন্য থাকছে বিশেষ প্রিমিয়াম রেট। এছাড়া এই প্ল্যান তৃতীয় লিঙ্গের নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমের জন্য সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। সর্বোচ্চ বিনিয়োগের অবশ্য কোনও ঊর্ধ্বসীমা নেই। এই স্কিমে ৯০ দিন থেকে বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের বয়স ৩৫-৫৫ বছর।