Market
বি পি এন ডেস্কঃ প্রতিযোগিতার বাজারে বড়সড় ধাক্কা খেল এলজি। ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স সংস্থাটি নামী মোবাইল সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতে গিয়ে পিছিয়ে পড়ল অনেকটাই। যার ফলে চরম ক্ষতির সম্মুখীন হতে হল কোরিয়ান এই সংস্থাটিকে। শুধু ভারতেই নয়, বিশ্ববাজারেও এলজি সেইভাবে ক্রেতাদের মধ্যে চাহিদা তৈরি করতে না পারায় মোবাইল ফোনের ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার শীর্ষ মহল।
সম্প্রতি একটি তথ্য থেকে জানা গিয়েছে, ভারতের স্মার্টফোনের বাজারে এলজির শেয়ার ১ শতাংশেরও নিচে নেমে তলানিতে গিয়ে ঠেকেছে। ২০১৯-এর উৎসবের মরশুমে এলজি’র শেয়ার ছিল ০.১৫%। এবং ২০২০-তে শেয়ারের অঙ্ক আরও নেমে পৌঁছয় ০.৩%-এ। ২০১৯-২০ অর্থবর্ষে এলজি’র ব্যবসার অঙ্ক ছিল ১৫,৭০৯ কোটি টাকা। যার মধ্যে মাত্র ১৯০ কোটি টাকা এলজি ঘরে তোলে মোবাইল বিক্রি করে। সংস্থার অন্যান্য ইউনিটের মধ্যে একমাত্র মোবাইল ইউনিটেই তারা বড়সড় ক্ষতির মুখ দেখে। যেখানে সংস্থার ক্ষতির অঙ্ক ছিল প্রায় ৯১ কোটি টাকা।
স্যামসাং, অ্যাপল বা ওয়ান প্লাসের মত মোবাইল সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতার ময়দানে নেমে ক্রেতাদের কাছে পৌঁছে যাবার জন্য এলজি বিভিন্ন রকম ব্যবসায়িক স্ট্র্যটেজি গ্রহণ করলেও চাহিদা তৈরিতে বারবার ব্যর্থ হয়েছে। ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। তারপরেই মোবাইল ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেবার সিদ্ধান্ত।