Daily

দ্রুত উৎসাহপ্রদান প্রকল্প চালু করুক রিজার্ভ ব্যাংক, দাবি পর্যবেক্ষকদের। দাম বাড়ছে কাঁচা মালের, অথচ বাড়ানো যাচ্ছে না পণ্যের দাম। এ জন্য হতাশা প্রকাশ করেছে নামী-দামি সংস্থাগুলি। এই পরিস্থিতিতে উৎসাহদান প্রকল্প শুরু না করলে ধস নামতে পারে শেয়ার বাজারে।
বর্তমান অতিমারী পরিস্থিতিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা কম। তবে পরিস্থিতি চাঙ্গা হলেই দাম বাড়বে জিনিসপত্রের। ফলে, হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে রিসার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস মনে করছেন, মুদ্রাস্ফীতি ঘটলেও তা দীর্ঘস্থায়ী হবে না।
রিসার্ভ ব্যাংকের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতীয়দের মধ্যে কেনাকাটার চাহিদা বেশ কম। বাজারে পণ্যের চাহিদা কমেছে। আগামী দিনেও চাহিদা বাড়ার সম্ভাবনা বেশ কম। কারণ তাদের মনে হয়, ২০২২ এও অর্থনীতি সংকুচিত থাকবে। মুদ্রাস্ফীতির ভয়ে খরচ করতে চাইছেন না কেউই।
তবে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, মন্দার বাজার যাতে শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য রেপো রেট এবং রিভার্স রেপো রেট অক্ষুন্ন রেখেছে শীর্ষ ব্যাংক। এখন অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী রিজার্ভ ব্যাংক কোনো উৎসাহদান প্রকল্প চালু করে কি না, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট