Prime
Daily
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা হোক! দাবি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের
By sanchitabpn21 | August 29, 2021
Daily
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা হোক! দাবি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের। এদিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সরকারের কাছে এই দাবি জানিয়েছেন সেদেশের চাকরিপ্রত্যাশীরা।
করোনা আবহে ছাত্র-ছাত্রীদের জীবন থেকে প্রায় আবছা হয়ে গিয়েছে দুটো বছর। করোনার সেই ক্ষতিপূরণ মাফিক এবং স্বাধীনতার ৫০ বছর বর্ষপূর্তি হিসেবে এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাতর অনুরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। গত শুক্রবার রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ দাবি জানান তাঁরা।
এর আগে আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনে ইস্তেহারে উল্লেখ ছিল যে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াবে বাংলাদেশ সরকার। এখন সেই অনুযায়ী সরকার প্রতিশ্রুতি রাখেন নাকি সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট