Trending

দক্ষিণী ছবির দাপটে ক্রমশই ফিকে হয়ে পড়ছে বলিউডের ব্যবসা। বি-টাউনের প্রথম সারির অভিনেতারাও প্রযোজকদের দেখাতে পাচ্ছেন না লাভের মুখ। যার সাম্প্রতিক উদাহরণ রণবীর সিং অভিনীত জয়েশভাই জোরদার। এই সিনেমাটিও বক্স অফিসে লোকসানের মুখ দেখবে বলেই ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা। যে কারণে দর্শকদের হলমুখী করতে নিত্যনতুন আইডিয়া নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা সংস্থাগুলি। এবার সেই অভিনব আইডিয়াকে কাজে লাগাল ভুলভুলাইয়া ২-এর প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, দর্শকদের হলমুখী করতে টিকিটের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিতে উদ্যোগী হয়েছে তারা।
অক্ষয় কুমার অভিনীত ভুলভুলাইয়া সিনেমাটি ২০০৭ সালে প্যান ইণ্ডিয়া রিলিজ করেছিল। হরর কমেডি জরের এই সিনেমাটি দর্শকমহলে জনপ্রিয়তাও কুড়িয়ে নেয়। বক্স অফিসে সাফল্যের মুখও দেখে। প্রায় ১৫ বছরের মাথায় ফের ভুলভুলাইয়া ২ সিনেমাটি রিলিজ করতে চলেছে ২০ মে। এমনিতেই সিনেমাটি নিয়ে যথেষ্ট চর্চা তৈরি হয়েছে বি-টাউনে। রাজপাল যাদব এবং পরেশ রাওয়াল ছাড়া ভুলভুলাইয়ার সেকেন্ড পার্টে বদল এসেছে পরিচালক থেকে অভিনেতা প্রত্যেকেরই। অক্ষয় কুমারের পরিবর্তে ভুলভুলাইয়ার দ্বিতীয় পার্টে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরয়ান। রয়েছেন কিয়ারা আদবানি, টাবু প্রত্যেকেই।
এমনিতেই বর্তমানে নতুন সিনেমা রিলিজ করলে যেখানে টিকিটের দাম ৩০০ টাকার কাছাকাছি রাখা হয়, সেখানে মনে করা হচ্ছে অগ্রিম টিকিটের দাম রাখা হতে পারে ১১০ টাকা। সাধারণত সিনেমা রিলিজের আগে অগ্রিম টিকিট থেকেই বেশ কিছুটা ব্যবসা তৈরি করে নেয় প্রযোজকরা। এই মুহূর্তে বলিউডের ব্যবসায় যে ভাটা নেমেছে সেই ক্ষতে মলম লাগাতেই ভুলভুলাইয়া ২ এর প্রযোজনা সংস্থার তরফ থেকে এই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি। কিন্তু চিঁড়ে কি শেষমেষ ভিজবে? আদৌ কি সেই ঝড় তুলতে পারবে ভুলভুলাইয়া ২ এর প্রয়োজকরা? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ