Jobs
আরও দু’হাজার কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে লেন্সকার্ট। জানা গিয়েছে, আগামী বছরের মধ্যেই তারা এই কর্মী নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে। এছাড়াও রিটেল স্টোরের জন্য সংস্থা যেমন দেড় হাজার কর্মী নিয়োগ করবে তেমনই ১০০ জন ইঞ্জিনিয়ারও নিয়োগ করবে প্রথম সারির এই চশমা তৈরির সংস্থা। ইঞ্জিনিয়ার নেওয়া হবে অবশ্য ব্যাঙ্গালোর, দিল্লি এবং হায়দ্রাবাদের জন্য।
২০১০ সালে লেন্সকার্টের বাজার মূল্য ছিল ২.৫ বিলিয়ন ডলার। এরপর যত দিন গড়িয়েছে লেন্সকার্টের ব্যবসা বৃদ্ধি ততই হয়েছে। তাই আর শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে না এই সংস্থা। সিঙ্গাপুর, মিডল ইস্ট এবং আমেরিকাতেও আরও ৩০০ জনকে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। সংস্থা সূত্রে খবর, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মিডল ইস্টে লেন্সকার্টের জনপ্রিয়তা ক্রমশই ছড়াতে শুরু করেছে। এমনকি, ভারতেও আরও ৩০০ নতুন স্টোর খোলার পথে হাঁটতে চলেছে লেন্সকার্ট।
লেন্সকার্টের এখন অন্যতম প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার। যার মাধ্যমে লেন্সকার্ট পৌঁছে যেতে চাইছে আরও বিপুল পরিমাণ গ্রাহকের কাছে। সংস্থা সূত্রে জানানো হচ্ছে, লেন্সকার্টের জন্য এটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর সেই কারণেই কর্মী নিয়োগের ভাবনাচিন্তা। অতিমারিতে যখন সর্বত্রই শুধু সংকোচন, তখন লেন্সকার্ট বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। যা নিঃসন্দেহে কাজের বাজারে এক বড়সড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট