Daily

প্রয়াত বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী কবরী। কোভিডে আক্রান্ত হয়ে শুক্রবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ১৯৬৪ সালে অভিনয় দিয়ে তাঁর সিনেমা জগতে আত্মপ্রকাশ। তারপর অভিনয় করেছেন ‘সুতরাং’, ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘অবাক পৃথিবী’, ‘ক খ গ ঘ ঙ’- র মত একাধিক জনপ্রিয় ছবিতে। ২০০৬ সালে ‘আয়না’ সিনেমা দিয়ে তাঁর পরিচালনার জগতে হাতেখড়ি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি পরিচালনা করছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের আরেকটি ছবি। অভিনেত্রী ছাড়াও কবরী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ছিলেন সাংসদের সদস্যও। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক শীর্ষ স্থানীয় বাংলাদেশী নেতৃবৃন্দ। শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র জগতেও। তিনি বাংলাদেশী সিনেমায় সুচিত্রা সেন হিসেবেই বেশি পরিচিত ছিলেন।
ঋদি হক, ঢাকা