Market
বি পি এন ডেস্কঃ নতুন টিভি কিনতে চাইছেন? তাহলে আর বেশি দেরি করবেন না। কিনে ফেলুন এই মাসের মধ্যেই। কারণ ১লা এপ্রিল থেকে একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে এলইডি টিভির দাম। এর জন্য অবশ্য দায়ি করা হয়েছে টিভির ওপেন সেল প্যানেলকেই। কি এই ওপেন সেল প্যানেল? বলা হয়, এলইডি টিভির একটি প্রধান অংশ হল ওপেন সেল প্যানেল। যার দরুন টিভির পর্দায় আপনি দেখতে পান আপনার পছন্দের চ্যানেল।
জানা গিয়েছে, বিশ্ব বাজারে ওপেন সেল প্যানেলের দাম বেশ কিছুটা বেড়েছে। তাই একরকম বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে এলইডি টিভির দাম। মূল্যবৃদ্ধিতে যেমন শিলমোহর দিয়েছে এলজি, তেমনই আগামী মাস থেকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্যানাসনিক, হায়ারের মত সংস্থাগুলি। ওপেন সেলের হঠাৎ এই মূল্যবৃদ্ধির কারণে টিভি সেটের দামও বাড়তে পারে ৫-৭ শতাংশ।
টিভি সেটের খুব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল এই ওপেন সেল প্যানেল। একটি টিভি তৈরি করতে যা খরচ হয় তার ৬০ শতাংশ শুধু ওপেন সেল প্যানেল তৈরির খাতেই লেগে যায়। ভারতে ওপেন সেল প্যানেল আমদানি করার পর টিভির সঙ্গে যুক্ত করা হয়। তারপর সেই বুঝে নির্ধারণ করা হয় মূল্য।
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওপেন সেল প্যানেলের চাহিদা কমে এলেও দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। যে কারণে এপ্রিল থেকে টিভি সেটের দাম একধাক্কায় বাড়তে চলেছে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা। ভারতে ৩২ ইঞ্চির টিভি সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। যার ফলে এই ধরণের টেলিভিশন সেটের দাম বাড়তে পারে ৫ থেকে ৬০০০ টাকা বেশি। তাই, কেনার ইচ্ছে হলে আর অপেক্ষা নয়। কিনে ফেলুন এই মাসেই।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ