Daily

কলকাতাকে পিছনে ফেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ফলাফলে প্রায়শই সেঞ্চুরি দেখতে অভ্যস্ত যে জেলাগুলি, এবার সেঞ্চুরি দেখে বিক্ষোভে ফেটে পড়লো তারাই। কারণ এই সেঞ্চুরি সন্তুষ্টি দেয় না,নষ্ট করে। কলকাতাকে এবারেও পিছনে ফেলে এগিয়ে অন্যান্য জেলাগুলি।
কলকাতা বাদে বিভিন্ন জেলায় সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের মূল্য। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় সেঞ্চুরি হাকিয়েছে পেট্রোলের দাম। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে উঠতে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে উত্তরোত্তর বাড়ছে পেট্রোলের পারদ। তবে কেন মহানগরীকে ছেড়ে আগেই অন্যত্র বাড়ছে পেট্রোলের দাম? হলদিয়া তৈল পরিশোধনাগার থেকে দূরে তেল বয়ে নিয়ে যেতে পরিবহন খরচ বাড়ে, দূরত্ব বেশি হলে সে খরচ আরো বেশি হয় বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। শুক্রবার এমনই বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম, সাথে পরিবহন খরচ যুক্ত হওয়ায় সোজা শতরান করলো পেট্রোলের মূল্য।
স্থানীয় সূত্রে খবর, এদিন কোচবিহার শহরে পেট্রোল বিকোয় লিটার প্রতি ১০০.৯ টাকা দরে। আলিপুরদুয়ার শহরের ছবিটাও একইরকম, পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০০.১০ টাকায়। দার্জিলিং এ পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ১০০.৮ টাকা। রাজ্যের প্রায় সর্বত্রই পেট্রোলের দাম হয় শতরান করেছে নয় শতরানের দোরগোড়ায়। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই প্রায় প্রতিদিনই লাগাতার বাড়ছে পেট্রোলের দাম। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের।
ব্যুরো রিপোর্ট