Prime
Daily
দিলীপ ঘোষ দের কোন হিম্মত আছে প্রশ্ন করার: ফিরহাদ হাকিম
By Business Prime News | June 15, 2021
চেতলা এসেই রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম ভ্যাকসিন নিয়ে বেনোজির আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে। এদিন কলকাতা পুলিশের এক প্রাণ শিবির উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন ক্যামেরা দিলীপ ঘোষকে আক্রমণ করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন দিলীপ ঘোষ দের কোন হিম্মত নেই। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার। যারা গরুর মল মূত্র খায় তাদের মুখ থেকে এরকম কথা বেরিয়ে আসে বলেও অভিযোগ করলেন রাজ্যের এই বর্ষীয়ান মন্ত্রী।
এদিন চেতলায় ঠিকই বললেন ফিরহাদ হাকিম শুনুন মন্ত্রীর নিজের গলায়
কলকাতা থেকে মানস চৌধুরী রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।