Daily

কথায় আছে, নকল হইতে সাবধান। নকলের ভিড় থেকে আসলকে খুঁজতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে খোদ আইনজীবীদের। আর তাই নড়েচড়ে বসলো পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন।
এবার পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন বারাসাত কমিটির পক্ষ থেকে ভুঁয়ো উকিল ও ক্লার্ক থেকে সাবধানতার জন্য আইডেন্টিফিকেশন এবং ড্রেসকোডের সূচনা করা হল বারাসাত আদালতে। সোমবার দুপুরে বারাসাত আদালতের ইউনিয়ন রুমে সাংবাদিক বৈঠক করে এমনই প্রস্তাব রেখেছেন তারা। আদালত চত্বরে প্রায়ই অবাঞ্চিত বহু মানুষের ভীড় দেখা দেয়। যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ চেয়ে বসেন। কিন্তু কাজের কাজ কিছু করেন না। ফলে বদনাম হয় ল-ক্লার্কস ডিভিশনের।
এবার থেকে সংগঠনের সিদ্ধান্ত মেনে ইউনিফর্ম পড়ে পেশার কাজ করতে হবে আইনজীবীদের। সোমবার থেকেই ইউনিফর্ম পড়ে বারাসাত আদালতে পেশার কাজ শুরু হচ্ছে বলে জানালো বারাসাত মহাকুমা কমিটির পক্ষ থেকে।
বিক্রম লাহা, উত্তর ২৪ পরগনা