Market

কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর তথ্য অনুসারে ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের রাজকোষে ঘাটতির পরিমাণ ১৭.৮৭ লক্ষ কোটি টাকা ধরা হয়েছে। আর এই ঘাটতির ৩৯.৩% পূরণ হয়ে গেছে বলে তথ্য প্রকাশ করেছে। এই নিয়ে একটানা দুমাস কেন্দ্রের রাজকোষ ঘাটতি গত বছরের তুলনায় অনেক কম।
বিশেষজ্ঞদের মতে কর বাবদ বিশাল আয়ের কারণেই রাজকোষের ঘাটতি কমেছে। সেপ্টেম্বরে ভারত সরকারের কর বাবদ আয় বাৎসরিক ১৪.৩% থেকে বেড়ে ৩.৫৬ লক্ষ কোটি টাকা হয়েছে। কর্পোরেট কর আয় ২৬.৬% বৃদ্ধি পেয়ে হয়েছে ২.১২ লক্ষ কোটি টাকা। আবার ব্যক্তিগত আয়কর বাবদ আয় ১৫.৬% বেড়ে ৯১,২৪৭ কোটি টাকায় পৌঁছেছে। ফলে সেপ্টেম্বরে সামগ্রিক ভাবে কর হিসেবে আয় বেড়েছে ৯.৩%।
এই কর হিসেবে প্রাপ্ত আয়ের অঙ্ক ব্যাপক বৃদ্ধি পাওয়ার ফলেই চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর মাসে রাজকোষের ঘাটতির পরিমাণ হয়েছে ৫৯,০৩৫ কোটি টাকা। এই পরিমাণ অন্যান্যবারের তুলনায় ২৫% কম। এই পরিসংখ্যান যে দেশের অর্থনীতির পক্ষে বেশ ইতিবাচক তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ