Trending

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার মেক ইন ইন্ডিয়া নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। HSN 8741 এর অধীনে থাকা সার্ভার ও আলট্রা স্মল ফ্যাক্টর কম্পিউটারের আমদানি ও নিষিদ্ধ হয়েছে। নোটিশে বলা হয়েছে যে শুধুমাত্র বৈধ লাইসেন্স থাকলেই এই সব পণ্য সীমিত আমদানি করা যাবে।
এই মুহূর্তে এমন কিছু বিশ্ববিখ্যাত সংস্থা আছে যারা ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি বিদেশ থেকে আমদানি করে এই দেশে বিক্রি করে। কিন্তু সরকারের নতুন নিয়ম চালু হলে তারা অসুবিধায় পড়বেন। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে অ্যাপল ,ডেল,এইচপি বা আশুস এর কথা। অ্যাপল ভারতে আইপ্যাড অথবা ম্যাকবুক তৈরি করে না। কিন্তু ভারতে ব্যবসা করতে গেলে এখন থেকে তাদের এই দেশেই তৈরি করতে হবে ঐ সব পণ্য। ডেল কিছু দ্রব্য ভারতে তৈরি করলেও কিছু আমদানি করে। এইচপি, আশুস এর ক্ষেত্রেও একই ঘটনা। এদের প্রত্যেককেই ভারতে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হলে এদেশেই নিজেদের প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে হবে।
আসলে সরকার চাইছে দেশের মধ্যেই যত বেশি সম্ভব ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি করতে। বিদেশী সংস্থাগুলি ও যাতে ভারতেই তাদের কারখানা স্থাপন করে সে ব্যাপারেও সরকার উদ্যোগ নিয়েছে। সেই কারণে ১৭০ বিলিয়ন টাকার ফিনান্সিয়াল ইনসেন্টিভ প্লান ও আনা হয়েছে। সরকারের এই নতুন পদক্ষেপ এর ফলে যে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি যে আরও মজবুত হবে তা নিঃসন্দেহে বলা যায়। কাজেই কেন্দ্রের এই নতুন উদ্যোগ যে একটি ইতিবাচক পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ