Daily

ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে ক্ষমার অযোগ্য অপরাধ বলে রীতিমত ভর্ৎসনা করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট।
জার্নালে মোদীর সমালোচনা করে বলা হয়েছে, বহুবার সতর্ক করা সত্ত্বেও ধর্মীয় উৎসব এবং রাজনৈতিক সভা করে গেছে মোদী সরকার। যা চূড়ান্ত বিপদ ডেকে এনেছে ভারতের ওপর।
জার্নালে বলা হয়েছে, করোনা মোকাবিলায় ভারত সরকার প্রথম পর্যায়ে তৈরি টাস্কফোর্সের সঙ্গে কোন বৈঠকেই বসেনি। বিপদ এড়ানো যেত, যদিও ভুল না স্বীকার করার জন্য এমন সমস্যার মুখোমুখি ভারত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সরাসরি মোদীকে সতর্ক করলেও মোদী তাঁদের কথা কানে তোলেন নি। মোদীকে সরাসরি তিরস্কারের পাশাপাশি জানান হয়েছে, অতি দ্রুত ছড়িয়ে পড়া কোভিডের এই ভাইরাসটির ধরণের নাম বি.১.৬১৭।
ব্যুরো রিপোর্ট