Daily

করোনার প্রকোপে গত দুবছরে রুটিরুজি হারিয়ে বিপাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড়ো সমস্ত ব্যবসায়ী। করোনার জেরে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে চার চাকার গাড়ি ব্যবসাও। দীর্ঘ লকডাউন, অর্থনৈতিক ভাবে লোকসানের জন্য চার চাকার ব্যবসায়ীরা বিশাল ক্ষতির সম্মুখীন হলেও ল্যাম্বরগিনির ইতিহাসে এই প্রথম এত সংখ্যক গাড়ি বিক্রি হলো।
গত দুবছরে কোভিড অতিমারি সংকটের মধ্যেও ভারত-সহ সারা বিশ্বে ৮,৪০৫টি গাড়ি বিক্রি করেছে ল্যাম্বরগিনি। ইতালির লাক্সারি স্পোর্টস কার প্রস্তুতকারী সংস্থাটির ৫৯ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। ২০২০ সালের তুলনায় বিক্রিও বেড়েছে ১৩ শতাংশ।
২০২১ এ ল্যাম্বরগিনির সর্বাধিক বিক্রিত মডেল Urus। এই বছরই গোটা বিশ্বে এসইউভি গাড়িটির ৫,০২১ ইউনিট বিক্রি হয়েছে। তার পরেই রয়েছে Huracan। বিক্রি হয়েছে ২,৫৮৬টি। তৃতীয় স্থানে Aventador V12। বিক্রি হয়েছে ৭৯৮টি। এদিকে করোনার তৃতীয় ঢেউর দাপটে যখন নাজেহাল সাধারণ মানুষ থেকে সরকার তখন এই পরিস্থিতিতেও সম্প্রতি ল্যাম্বরগিনির ভারতে তাদের তিনশোতম ইউনিট ডেলিভারি করেছে। চারটি নতুন মডেলও নিয়ে এসেছে তারা – Huracan Evo RWD Spyder, Huracan STO, Urus Pearl Capsule এবং Urus Graphite Capsule।
বিক্রির নতুন রেকর্ড ছোঁয়ার প্রসঙ্গে ল্যাম্বরগিনির চেয়ারম্যান এবং সিইও স্টেফান উইঙ্কেলম্যান জানান, ৫২টি দেশের বাজারে ১৭৩ জন ডিলার এই কঠিন এবং অনিশ্চিত সময়েও বিনিয়োগ করে তাদের প্রতি আস্থা রেখেছেন বলেই এই পরিস্থিতেও তারা লাভের মুখ দেখছেন।
ব্যুরো রিপোর্ট