Daily

বিশ্বের সবচেয়ে দূষিত নগরী লাহোর। গত বুধবার পাকিস্তানের লাহরকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা করলো এক বায়ুমান পর্যবেক্ষক কোম্পানী।
ধোঁয়াশার চাদরে ঢেকেছে শহর। তীব্র ধোঁয়াশায় রুদ্ধশ্বাস অবস্থা লাহোরবাসীর। সুইস টেকনোলজি কোম্পানী আইকিউ এয়ার জানিয়েছে লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮। যেখানে বাযুমানের স্তর ৩০০ পার করলেই তাকে বিপজ্জনক বলা হয়। পাকিস্তানের বায়ুদূষণ এই কয়েক বছরে মারাত্মক রূপ নিয়েছে। জ্বালানি হিসেবে নিম্নমানের ডিজেল ব্যবহার, শস্য পোড়নোর ধোঁয়াসহ ধোঁয়াশার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবিষয়ে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা।
শ্বাসকষ্টজনিত সম্মসে ভুগছে নগরের আট থেকে আশির বাসিন্দারা। চোখে দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে লাহোর নগরীতে। আর এই সমস্যা থেকে বেরোনোর জন্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন নগরের বাসিন্দারা।
ব্যুরো রিপোর্ট