Daily

উৎসবেও প্রান ফেরেনি গাড়ি ব্যবসায়। বিক্রি বরং কমেছে। গত বছর নভেম্বরের থেকেও গাড়ি বিক্রি কমেছে এই বছরের অক্টোবরে। যদিও এর ইঙ্গিত আগেই পাওয়া গেছিলো। এবারে সেটা আরও স্পষ্ট হল। কিন্তু ব্যবসার হালের এই বেহাল অবস্থাটা কেন?
ব্যবসায়ীদের অধিকাংশের মতে, সেমি কনডাক্টরের যোগানের অভাবই এর মূল কারণ। হুন্ডাই থেকে মারুতি সুজুকি এবং অন্যান্য গাড়ি বিপণন সংস্থা এই কথায় সুর মিলিয়েছেন প্রায় সকলেই। যাত্রীবাহী গাড়ি বিক্রি বাড়লেও বাণিজ্যিক গাড়ি বিক্রি কমায় শনির দশা দেখা যাচ্ছে বাজারে। তাই সেমি কনডাক্টরের যোগানের ব্যাপারটা ন্যুনতম রাখতে চেষ্টা করছে সংস্থাগুলি। অন্যদিকে যন্ত্রাংশের যোগানের ঘাটতির দিকটাও এক্কেবারে উড়িয়ে দিতে পারছে না ব্যবসায়িক সংগঠন।
তবে গত বছরের তুলনায় এবারের বিক্রির যে রিপোর্ট সম্প্রতি বাজারে বের করেছে গাড়ি ব্যবসায়ী সংগঠন, তাতে বলা হয়েছে এই মুহূর্তে মন্দের ভাবল অবস্থা নিসান, টাটা মোটরস এবং টয়োটার। যদিও জ্বালানির দাম বাড়ায় বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। বেড়েছে বিক্রি।
ব্যুরো রিপোর্ট