Trending

এক্সপেক্টটেশন অনুযায়ী পারফরম্যান্স কোথায়? টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের কালজয়ী ছবি ফরেস্ট গ্যাম্প-এর হিন্দি সংস্করণ, লাল সিং চাড্ডা। কাজেই এই ছবি নিয়ে দর্শকমহলে টানটান উত্তেজনা এবং উন্মাদনা কাজ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টোটাই। আমিরের আমিরি প্রত্যাবর্তনেও লাভের লাভ কিচ্ছু হল না বলি পাড়ায়। তাহলে কি সঙ্কটের মেঘ আজও বিরাজমান বি টাউনে?
১৯ কোটি! রিলিজ হওয়ার দুদিনের মাথায় মাত্র ১৯ কোটির ব্যবসা করেছে আমির খান আর করিনা কাপুর খান অভিনীত এই ছবিটি। যদিও নির্মাতাদের দাবি, ছবিটি তৈরি করতে তাদের খরচ হয়েছিল প্রায় ১৮০ কোটি টাকা। ওদিকে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ ছবিটিও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বক্স অফিস বলছে, শুধুমাত্র শুক্রবারেই ৪০ শতাংশ কম আয় করেছে ‘লাল সিং চাড্ডা’। আর ৩০ শতাংশ কম আয় করেছে রক্ষা বন্ধন। শহরাঞ্চলের হলগুলিতে ‘লাল সিং চাড্ডা’ দেখতে যদিও বা নাম কে বাস্তে কিছু মানুষ ভিড় জমাচ্ছেন। কিন্তু ‘রক্ষা বন্ধনের’ ক্ষেত্রে হল কিন্তু গড়ের মাঠ।
প্রসঙ্গত, দেশের সবকটা প্রেক্ষাগৃহ মিলিয়ে মোট ১০ হাজার শো হওয়ার কথা বলেছিলেন ছবি নির্মাতারা। কিন্তু দর্শকদের এমন ফিডব্যাক দেখে হল থেকে ছবি তুলে নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। কাজেই এখন বাজেটে কন্ট্রোল এনে লোকসানের মাত্রা কমানোতেই নজর দিয়েছেন তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ