Story
ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের দুঃখ ঘোচেনা, এই প্রবাদ এবার তাহলে মিটতে চলেছে। কারন এবার চাষীদের স্বার্থে এগিয়ে এলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটের আগে চাষীদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলো মমতা সরকার।
ক্ষমতায় এলে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ১ একক জমির জন্য বাৎসরিক ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মতোই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের এ্যাকাউন্টে ঢুকলো। স্বভাবতই খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কৃষকদের মধ্যে।এই কাজে সমস্ত চাষী ভাইয়েরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, জমির মাপ অনুসারে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু করেছে ব্যাঙ্ক এ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী গরীব কৃষকদের কথা চিন্তা করে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে কৃষকেরা তার কাছে কৃতজ্ঞ।
অপরদিকে ব্লক কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ বলেন কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমান অনুসারে প্রথম পর্যায়ে টাকা প্রদান করা শুরু হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের মোট ২২,৯৪২ জন কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আছে,যার মধ্যে ২২৩৮২ জন প্রথম কিস্তির টাকা পেয়েছে ,বাকি আছে ৬০০ জনের মতো যাদেরকে আগামী কয়েক দিনে মধ্যে দেওয়া হবে। এই অর্থ পাওয়াতে কৃষকদের অনেকটাই সুবিধা হবে বলে জানান কৃষি আধিকারিক।
কৃষি হলো জাতির ভিত। আর কৃষকরা হলেন অন্নদাতা। তাই কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন কৃষক মহল।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর