Trending

দোরগোড়ায় দুর্গা পুজো। অতিমারির দ্বিতীয় বছরে জনসমুদ্র কলকাতার বুকে আছড়ে পড়বে কিনা সেই প্রশ্ন এখন থেকেই ঘোরাফেরা করছে শহরের বাতাসে। তাই সব ধরণের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুতি পর্ব শুরু করেছে কলকাতা পুলিশ। শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার লালবাজার খরচ করতে চলেছে প্রায় ৭ কোটি টাকা। কিন্তু ঠিক কোন খাতে এই বিনিয়োগ করা হবে?
লালবাজার সূত্রে জানানো হয়েছে, এবার পুজোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসরে নামতে চলেছে কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে যেমন রাখা হবে বম্ব অ্যান্ড ইলেক্ট্রনিক ডিটেক্টরস তেমনই থাকছে নন-লিনিয়ার জংশন ডিটেক্টরস। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে কেনা হবে এক্সপ্লোসিভ ভেপার ডিটেক্টরস। মহিলা পুলিশের কথা মাথায় রেখে পুজোর সময় রাস্তায় নামতে চলেছে ৩২টি অত্যাধুনিক মোবাইল ভ্যান। এছাড়াও তাঁদের জন্য থাকছে বায়ো টয়লেট, কিচেন এবং চেঞ্জিং রুম। আর এই সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে খরচ করা হবে ৭ কোটি টাকা।
ব্যুরো রিপোর্ট