Trending
আবারও কি তবে করোনার আতঙ্ক ফিরছে কলকাতায়? গত এক সপ্তাহে কলকাতায় পাঁচজনের দেহে মিলল করোনার ভাইরাস। জানা যাচ্ছে, আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্ত্রোপচারের জন্য। মূলত ৯ মে থেকে ১৫ মে-র মধ্যে ৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তাঁরা সকলেই ভর্তি ছিলেন কোন না কোন অস্ত্রোপচারের জন্য। অস্ত্রোপচার করার আগে রুটিনমাফিক তাঁদের কোভিড টেস্ট করানো হয়। সেই সময় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।
এরপর অবশ্য হাসপাতাল সূত্রে বলা হয়েছে, রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরেই প্রশ্ন উঠছে জোরালো। করোনার নতুন উপপ্রজাতি কেপি পয়েন্ট২ দ্বারাই কি সংক্রামিত হয়েছেন প্রত্যেকে? এই প্রশ্নের উত্তর এখন অবশ্য দেওয়া যাচ্ছে না। এক্সপার্টরা মনে করছেন, জিনোম সিকোয়েন্সিং করার পরে তবেই বিষয়টা আরও স্পষ্ট হবে। উল্লেখ্য, এখানেই জানিয়ে রাখা প্রয়োজন যে কোভিড ১৯-কে হু দ্বারা আর জরুরি অবস্থা বলা হচ্ছে না। তবে করোনাতঙ্ক তার জন্য ফিকে হয় নি। এই বছরের শুরুতেও বাংলায় করোনা থাবা মারে। জেএনডট ওয়ান উপপ্রজাতির ৮টি হদিশ একসঙ্গে মিলেছিল বাংলায়।
এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নতুন করে থাবা বসিয়েছে। এখনো পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে নতুন করে বাংলায় করোনার আক্রমণ কার্যত আবার বিপদের ইঙ্গিতকে তুলে ধরবে নাতো? এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে সর্বত্র।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ