Daily
কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হল আরও একটি শুভ উদ্যোগ। করোনা রোগীদের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ। চালু হল ভ্যাক্সিনেশন প্রোগ্রাম। কলকাতা পুলিশের ডিসি সাউথের উদ্যোগে ভবানিপুর থানা, এসএসকেএম হাসপাতাল এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে সূচনা করা হল এই ভ্যাক্সিনেশন কর্মসূচি। সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র।
এই ধরণের ভ্যাকসিনেশন প্রোগ্রাম যদি আরও চালু করা যায় তবে এসএসকেএমের মত সরকারি হাসপাতালগুলির পক্ষ থেকে ডাক্তার এবং নার্স দিয়ে সাহায্য করা হবে। এদিন প্রায় আড়াইশো জনকে টিকাকরণ করা হবে বলে জানালেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়।
শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়। শহরবাসির জীবন থেকে করোনার আতঙ্ক মুছে ফেলতে বিশেষ উদ্যোগী হল কলকাতা পুলিশ। এই ধরণের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হলে কলকাতা পুলিশ সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে।
মানস চৌধুরী, কলকাতা