Prime
Daily
সতর্ক কলকাতা পুলিশ, বন্ধ শহরের ৮টি ফ্লাইওভার
By Business Prime News | May 26, 2021
Daily
ইয়াসের রাক্ষুসে তান্ডব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলা থেকে চোখ ফিরিয়ে তার ল্যান্ডফল হয়েছে ওড়িশার ধামড়া পোর্টের কাছাকাছি। কিন্তু রেহাই পায়নি বাংলাও। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার সমুদ্র কার্যত ফুঁসছে। জমি, সমুদ্র সব একাকার।
কলকাতা শহরে অতটা ভয়ঙ্কর না হলেও প্রভাব পড়তে পারে। আর সেই কারণে আম্ফানের দুঃসহ স্মৃতি নিয়েই আগেভাগে সক্রিয় হয়ে উঠেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ ৮টি ফ্লাইওভার বন্ধ করে দিল কলকাতা পুলিশ। তাদের টুইটার পেজে জানান হয়েছে,
গার্ডেনরিচ ফ্লাইওভার, তারাতলা ফ্লাইওভার, পার্ক স্ট্রিট ফ্লাইওভার, উল্টোডাঙা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার, গড়িয়াহাট ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভার,মা ফ্লাইওভার আপাতত বন্ধ রাখা হয়েছে।
ব্যুরো রিপোর্ট