Market

বাংলার বেশকিছু জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে পেট্রোল। আর কলকাতা সহ অন্যান্য কিছু জেলায় তেলের দাপুটে ব্যাটিং দেখে মনে হচ্ছে, শতরান করতে আর খুব বেশিদিন সময় লাগবে না। ফলে তেলের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলে দিয়েছে তেল ব্যবসায়ীদের। এবার তার জেরেই প্রতিবাদে নামতে চলেছেন ফুয়েল ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, আগামী ৭ তারিখ ৩০ মিনিটের জন্য কলকাতায় পেট্রোল-ডিজেলের পরিষেবা একেবারে থমকে যাবে।
ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রসেনজিৎ সেন জানিয়েছেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই তেল ব্যবসা ব্যপকভাবে মার খাচ্ছে। যা কার্যত ব্যবসায়ীদের কাছে এই পরিস্থিতিতে অশনি সংকেত ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আর সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৭ তারিখ, বুধবার কলকাতার সমস্ত পেট্রোল পাম্পে পরিষেবা আধ ঘন্টার জন্য স্তব্ধ করে দেওয়া হবে। আধ ঘন্টার এই প্রতিবাদ চলবে সন্ধ্যে ৭টা থেকে ৭:৩০ পর্যন্ত।
প্রসেনজিৎ বাবুর বক্তব্য, এমনিতেই অতিমারির কারণে পেট্রোলের বিক্রি কমেছে ২৫-৩০%। তাঁরা আশা করেছিলেন, দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলে হয়ত বিক্রি বাড়বে আগের মতন। কিন্তু মূল্যবৃদ্ধি যে এভাবে খলনায়কের ভূমিকা নেবে কে জানত? বর্তমানে ডিজেলের বিক্রিও কমেছে ৫০%। ফলে তেল ব্যবসায়ীরা ধর্নায় বসার পরিকল্পনাও করে রেখেছেন। তাদের বক্তব্য তেলের দাম ৯৯ থেকে ৭০-এ নামিয়ে আনা হোক। নাহলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বিপদে পড়তে পারে ছোট পেট্রোল পাম্পগুলো। ব্যবসার অভাবে বন্ধ হয়ে যাবার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট