Jobs

ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা কর্পোরেশন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩০ শে জুলাই থেকে, চলবে ৩ রা আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানুন এইখানে
মোট ২০ শূন্যপদে NUHM সোসাইটিতে ফার্মাসিস্ট নিয়োগ করবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। কর্মীদের বেতন দেয়া হবে ২২,০০০ টাকা। ০১/০৭০/২০২১ অনুযায়ী, আবেদনকারীর বয়েশ হতে হবে ৪০ বছরের মধ্যে। যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলেই আবেদন করা যাবে এই পদের জন্য। তবে আবেদনকারীর বাংলা জানা আবশ্যিক। এছাড়াও MS office এবং ইন্টারনেট সম্বন্ধে যথেষ্ট দক্ষ হতে হবে প্রার্থীকে।
আগ্রহী প্রার্থীরা তাদের বয়সের প্রমান অর্থাৎ মাধ্যমিকের এডমিট, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও কাস্ট সার্টিফিকেট, ভোটার/আধার কার্ড/পাসপোর্ট, স্নাতকের মার্কশীট, ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট ও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট সহ ফর্মটি পূরণ করে ‘Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society’ , CMO Bldg., 5,S N Banerjee road , Kolkata-700013 এই ঠিকানায় নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। পোস্ট অফিস মারফত আবেদন ফর্মটি জমা দেয়া যাবে না।
ব্যুরো রিপোর্ট