Daily
এবার মেট্রোতে চালকের দিন শেষ। কোলকাতায় মেট্রো ছুটবে চালক ছাড়াই। ইউরোপের ধাঁচে বদলে যাবে কোলকাতার মেট্রো ব্যবস্থা। কোন কোন রুটে চালু হচ্ছে এই পরিষেবা? কবে থেকেই বা কোলকাতাবাসী পেতে চলেছেন চালকবিহীন মেট্রো? জানতে দেখতে হবে সম্পূর্ণ প্রতিবেদন।
দিল্লির পর এবার কোলকাতা। দেশের প্রথম মেট্রো চলাচলকারী শহর পেতে চলেছে চালকবিহীন মেট্রো। ট্রায়াল রান ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কাজেই অপেক্ষা আর মাত্র কিছু দিনের। তাহলে, সত্যিই কী মেট্রো থেকে চালকের দিন শেষ? না! মেট্রোয় চালক ঠিকই থাকবেন। তবে তার কাজ শুধু তদারকি করা। বাকী সবটাই কন্ট্রোল রুম কন্ট্রোল করবে। কমিউনিকেশন বেসড কন্ট্রলিং সিস্টেম চালু হচ্ছে কোলকাতা মেট্রোতে। ঠিক কীভাবে কাজ আর প্রজেক্ট পারপাস ভারতীয় রেল কত খরচ করেছে জানেন? প্রায় ৮০০ কোটি টাকা।
মেট্রো রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা থেকে সেক্টর ৫ রুটে খুব শীঘ্রই চালকবিহীন মেট্রো চালু হবে। এর পাশাপাশি আগামী দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত রুটেও এই মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। এর ফলে সাধারণ মানুষের কী সুবিধে হবে? বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যায়। অটোমেটিক ট্রেন অপারেশনে সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিটের মতো কমবে বলে জানা যাচ্ছে।
আসলে চালকযুক্ত মেট্রোতে ‘হিউম্যান এরর’ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে সেটা নেই। অনেক সময়, চালকের ভুলে দরজা খোলাপড়া নিয়ে সমস্যা তৈরি হয়। অটোমেটিক সিস্টেমে সেই ত্রুটি হওয়ার কোনও জায়গা নেই। যন্ত্র ও প্রযুক্তির সাহায্য এই পরিষেবা পরিচালিত হওয়ায় এই ধরনের ছোটখাটো ত্রুটি হওয়ার কোনও জায়গা নেই। প্রযুক্তির উন্নতি ঘটিয়ে আগামী দিনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট এবং জোকা রুটেও এই চালকহীন মেট্রো পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শিয়ালদা সল্টলেক রুটে এই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।