Daily
কলকাতার লাইফলাইনে আধুনিকতার ছোঁয়া আজকের কথা নয়। সে বহুকাল আগে থেকেই চলে আসছে এবং আজও চলছে। এ এক প্রলেপ মাত্র। তিলোত্তমার সেই আধুনিকতার ছোঁয়ায় যুক্ত হলো কলকাতা মেট্রোর কিউআর কোড বেসড টিকিটিং ব্যবস্থা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
অফিসের তাড়াহুড়োয় অস্বাভাবিক ভিড় আর দীর্ঘ লাইনের ঝক্কি পোহানোর দিনে এবার দাঁড়ি টানুন। সোজা মেট্রো গেটে বসানো কিউআর কোডটি স্ক্যান করুন আর ঝটপট আপনার গন্তব্যের টিকিটটি কাটুন। গত ২ মাস আগে থেকেই মেট্রোর গেটে গেটে কিউআর কোড বসানোর প্রক্রিয়া শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। এখন নোয়াপাড়া থেকে কবি সুভাষ, সমস্ত স্টেশনেই এই সুবিধা পাবেন নিত্য যাত্রীরা।
এখন প্রশ্ন হলো, কিভাবে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটবেন? প্লে স্টোর থেকে কলকাতা মেট্রো অ্যাপ ডাউনলোড করুন। এরপর নিজের নাম রেজিষ্টার করে আপনার গন্তব্য স্টেশনের টিকিট কাটুন। প্রতিটি স্টেশনের জন্য রয়েছে নির্দিষ্ট কিউআর কোড। অনলাইনে টিকিটের ভাড়া মেটানোর পর যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড। স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআর কোড ধরলেই খুলে যাবে গেট।
ব্যুরো রিপোর্ট