Market

প্রতি বছর দুর্গাপুজোতে কলকাতা মেট্রোতে যাত্রীদের উপচে পড়া ভিড় কোন নতুন কথা নয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। ২০১৯ সালের ৪৯ লাখ ৫০ হাজারের রেকর্ড ভাঙতে না পারলেও এই বছর কলকাতা মেট্রোর কাছে স্মরনীয় হয়ে থাকলো এক দিনে প্রায় আট লাখের বেশি যাত্রী পরিবহন।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এই বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতা মেট্রো প্রায় ৪১ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করেছে। পুজোয় যাত্রী পরিবহন বেশি হওয়ায় মেট্রো আয় করেছে প্রায় ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জ এর অঙ্ক আছে বলে মেট্রো সূত্র থেকে জানা গেছে। এই মোট আয়ের মধ্যে উত্তর দক্ষিণ মেট্রো থেকেই ৫ কোটি ৭৯ লাখ টাকা, ইস্ট ওয়েস্ট থেকে ৩২.৮৬ লাখ টাকা এবং জোকা থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। যাত্রী পরিবহনের দিক থেকে সবথেকে বেশি যাত্রী হয়েছে দমদম স্টেশনে, প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৮৫৭ জন। তারপরেই রয়েছে কালীঘাট স্টেশন।
এই অসংখ্য যাত্রীদের ভিড় সামাল দিতে কলকাতা মেট্রোর তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। খোলা হয়েছিল অতিরিক্ত টিকিট কাউন্টার। স্টেশনগুলোতে বাড়ানো হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা। এই সব সুবিধার কারণে লোকজন উৎসবের সময়ে দর্শনার্থীরা যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রোকেই বেছে নিয়েছিল। আর এতে আখেরে লাভ হয়েছে কলকাতা মেট্রোর। কারণ যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর আয়ও বৃদ্ধি পেয়েছে আশাতীত।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ