Prime
Daily
কলকাতায় জারি টর্নেডোর সতর্কতা
By Business Prime News | May 26, 2021
Daily
কলকাতায় জারি হল টর্নেডো সতর্কতা। দুপুর ১২টার মধ্যে টর্নেডোর কবলে পড়তে পারে কলকাতা। এমনই আশঙ্কা করে কলকাতাবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিকেলবেলায় হঠাৎই ব্যান্ডেল এবং হালিশহরে টর্নেডো হয়। ধ্বংসলীলা চালায় ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায়। বাড়ির ছাদ থেকে দোকানপাট-গাছপালা সব তছনছ করে চলে যায় ঐ ক্ষণিকের টর্নেডো। তার জেরে মৃত্যুও হয়েছে দুজনের।
ব্যুরো রিপোর্ট