Prime
Daily
পিছিয়েও জয়ী কলকাতা, নিরাপদতম শহর বলল এনসিআরবি
By sanchitabpn21 | September 16, 2021
Daily
পিছিয়েও জয় হল কলকাতার। দেশের নিরাপদতম শহরের তালিকায় উঠে এলো কলকাতার নাম। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে অপরাধের সংখ্যা ক্রমশ কমেছে। কমেছে মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের প্রবণতাও। বরং কলকাতার থেকে অপরাধ প্রবণতায় এগিয়ে আছে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মত মেট্রো শহরগুলি।
সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ক্রাইম ইন ইন্ডিয়া ২০২০ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানেই অপরাধের পরিসংখ্যানের নিরিখে কলকাতাকে নিরাপদতম মেট্রো শহর বলে জানানো হয়েছে।
কলকাতায় যেখানে লক্ষপিছু অপরাধের হার ১২৯.৫। সেখানে চেন্নাইয়ে ১৯৩৭.১, দিল্লিতে ১৬০৮.৬, আহমেদাবাদে ১৩০০, বেঙ্গালুরুতে ৪০১.৯ এবং মুম্বইতে ৩১৮.৬। নারীঘটিত অপরাধের সংখ্যাতেও অনেকটাই নিরাপদ স্থানে রয়েছে কলকাতা।
ব্যুরো রিপোর্ট