Daily

লাইট-ক্যামেরা-একশন। নিয়ম মেনে শুটিং শুরু টলিপাড়ায়। তবে সব আজ বন্ধ, কারণ? ফেডারেশনের হুমকি। ফেডারেশন থেকে কলাকুশলী সহ টেকনিশিয়ানদের আসতে সাফ না করে দেয়া হয়েছে। ভেন্ডারদের বলা হয়েছে প্রয়োজনীয় সামগ্রী না দিতে। কিন্তু হঠাৎ কেন ক্ষেপে বসলো ফেডারেশন?
ফেডারেশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লকডাউনের মধ্যে সেগুলির শ্যুটিং চলেছে জনপ্রিয় বেশ কয়েকটি ধারাবাহিকের। আর যত ক্ষণ না প্রোডিউসার গিল্ডের সঙ্গে ফেডারেশনের নতুন চুক্তি কার্যকর হচ্ছে, তত ক্ষণ এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গত বুধবার জরুরি ভিত্তিতে বিকেল ৫টা নাগাদ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন প্রযোজকসহ, বিভিন্ন চ্যানেল কর্তা এবং আর্টিস্ট ফোরাম। সেখানে ডব্লিউএটিপি সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় বলেন,সরকারি নিয়ম মেনে শ্যুটিং শুরু হয়েছিল। দেখলাম কলাকুশলীরা চাইলেও ফেডারেশনের হুমকির ভয়ে কাজে আসতে পারছেন না। এতে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। জোর করে থামিয়ে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিকে। ক্রমাগত ফেডারেশনের হুমকির চাপে টলিপাড়া। ফেডারেশনের দাবি, কোনও টেকনিশিয়ান নির্দিষ্ট ২০টি ধারাবাহিকে কাজ করতে পারবেন না।
টেকনিশিয়ানরা শুটিংয়ে আসলে ফোন আসছে ফেডারেশন তরফে। যদিও প্রযোজকরা তাদের পাশে দাঁড়িয়েছেন। গত একমাস যাবৎ তারা গৃহবন্দি, রোজগারের উপায় বন্ধ। কি করবেন তারা? এই সমস্যার সমাধান কিভাবে হবে? একাধিক পরিচালক ও প্রযোজকরা এবিষয়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। কারণ ইগোর লড়াই প্রায় ৮০ হাজার মানুষের ‘ভাতের থালায় লাঠি মারছে ফেডারেশন’ বলে দাবি করেন জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। যদিও ফেডারেশন তরফে এ বিষয়ে কোনো সদুত্তর মেলে নি।
ব্যুরো রিপোর্ট