Daily

অবসান হলো সুদীর্ঘ প্রতীক্ষার। খুব শীঘ্রই চালু হতে চলেছে পদ্মা সেতু। সুদীর্ঘ ১০ ঘন্টার পথ অনায়াসেই যাওয়া যাবে মাত্র ৩ ঘন্টায়। কলকাতা-ঢাকা বা ঢাকা-কলকাতা যাতায়াতে সময় লাগবে মাত্র ৩-৪ ঘন্টা।
ঢাকা থেকে কলকাতা আসতে আগে প্রায় সারাদিন লেগে যেত। দূরত্বের পাশাপাশি রয়েছে পদ্মা তীরের ফেরি ঘাটের সুদীর্ঘ লাইন। তবে আগামী জুন জুলাই নাগাদ চালু হতে পারে পদ্মা সেতু, ফলে দুর্ভোগ কমছে যাত্রীদের। তবে পদ্মা সেতুর, রেল সেতুর কাজ শেষ হতে সময় লাগবে আরও তিনটে বছর। বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজনের দাবি, ২০২৪ সালের মার্চে পদ্মা নদীর উপর রেলসেতু চালু হলেই কলকাতা থেকে ঢাকা বা ঢাকা থেকে কলকাতা যাতায়াত করতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।
বর্তমানে কলকাতা স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেসে করে ঢাকা যেতে সময় লাগে ১০ ঘন্টা। আর কলকাতা থেকে আগরতলা যেতে রেলে ৩০ ঘণ্টা লাগে। পদ্মা সেতু তৈরি হলে কমবে সময়, আগরতলা পৌঁছনো যাবে মাত্র ৬ ঘন্টায়। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস নদীয়ার গেদে হয়ে সীমান্ত স্টেশন দর্শনা পার করে ঢাকা ঢুকতে মত ৪০০ কিমি পথ পাড়ি দেয়। পদ্মা সেতুর রেল সেতু চালু হলে মাত্র ২৫১ কিমি পথ চলতে হবে মৈত্রী এক্সপ্রেসকে, যেটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। এর ফলে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের বাঁধন যে আরো দৃঢ় হতে চলেছে তা বলাই বাহুল্য।
ব্যুরো রিপোর্ট