Trending
“বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না” এই কথাটা বলেছিলেন রম্য রচয়িতা, ঔপন্যাসিক এবং গল্পকার সৈয়দ মুজতবা আলী। আজকের দিন পিডিএফ, ডিজিটালের দিন। এই দিনে দাঁড়িয়ে বই কিনে টাকা খরচ করাটা অনেকের কাছেই বড় অহেতুক মনে হয়। কিন্তু বই কিনে বই পড়ার আনন্দ এখনো পেয়ে থাকেন নদীয়ার শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায়ের মত মানুষ। প্রত্যেক বছর কলকাতা বইমেলা যার আসা চাই। আর বইমেলা আসা মানে লক্ষ লক্ষ টাকার বই কেনা! যে বই তিনি নিয়ে যান এক বছরের জন্য। তারপর সাজিয়ে রাখেন নিজের লাইব্রেরিতে। তারপর কিনে আনা বইগুলো পড়ে ফেলেন গোটা বছর। সঙ্গে প্রত্যেক মাসে শুরু করেন টাকা জমানো। পরের বছর বইমেলার জন্য। ২০১৫ সালে তিনি কিনেছিলেন ১ লক্ষ টাকার বই। আর এবারে সব রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন। ৩ লক্ষ ১৫ হাজার টাকার বই কিনেছেন তিনি। কলকাতা বইমেলা বই ব্যবসার আঁতুড়ঘর। মেলার দিনগুলোয় বই কেনাবেচার এক সুবিশাল আর্থিক কর্মকাণ্ড চলে। কিন্তু লাখ লাখ টাকার বই কেউ তো কেনেন না। সেদিক থেকে ব্যতিক্রম নিখাদ বই পাগল মানুষ নদীয়ার শিক্ষক দেবব্রত চট্টোপাধ্যায়। বই পড়া চলতে থাকুক, বই ব্যবসা ফুলেফেঁপে উঠুক। তার জন্য প্রয়োজন দেবব্রত চট্টোপাধ্যায়ের মত মানুষ।
বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।