Story
ব্রিটেনে আজ শোকের সময়। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে চলে গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭০ বছর ধরে দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের রানি। রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজা হবেন চার্লস। ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দেওয়া হবে। এতদিন পর্যন্ত রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটেই শোভা পাচ্ছিল কোহিনূর হিরে। এখন প্রশ্ন হচ্ছে, রানির মৃত্যুর পর তাহলে কোহিনূর বসতে চলেছে কার মুকুটে? তার আগে আসুন, একটু জেনে নেওয়া যাক কোহিনূর সম্পর্কে।
অনেকেই বলেন, কোহিনূরের চেয়ে বড় হিরে নাকি আর নেই। কিন্তু এটা একেবারে ভুল। কোহিনূরের চেয়েও বড় হিরে আবিষ্কার হয়েছে পৃথিবীতে। তবু, মানুষের মনে কোহিনূর নিয়েই রয়েছে সবচেয়ে বেশি কৌতূহল। কোহিনূর বা কোহ-ই-নূরের অর্থ হল আলোর পাহাড়। বিশ্বের অন্যতম বৃহৎ এই হিরের ওজন ১০৮.৯৩ ক্যারেট। বর্তমানে এই হিরে ব্রিটিশ রাজপরিবারের কাছে থাকলেও কোহিনূরের এক দীর্ঘ ঐতিহাসিক জার্নি রয়েছে। আর সেটাই নাকি অভিশপ্ত করে তুলেছে এই হিরেকে? কেন সেই উত্তর দেব সবার শেষে। তার আগে বলি ইতিহাস।
অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা খনি থেকে প্রথম খুঁজে পাওয়া যায় কোহিনূর। সেই সময় এই হিরে ছিল মালওয়ারের রাজপরিবারের কাছে। সময়কাল ১৩০৪ সালের আশেপাশে। এরপর সেই হিরে আসে মোগল সম্রাট বাবরের হাতে। হিরের ঔজ্জ্বল্য দেখে মোহিত হয়ে গিয়েছিলেন বাবর। নাম দেন বাবর হিরে। সেই হিরে ছিল মোগল রাজপরিবারের হাতে। তারপর ইরান সম্রাট নাদের শাহ আক্রমণ হানেন মোগল সাম্রাজ্যের ওপর। মোগল সম্রাট মহম্মদ শাহকে হারিয়ে বন্দি করেন। হিরে যায় নাদের শাহের হাতে। তিনিই হিরের নাম দেন- কোহিনূর। তারপর নাদের শাহের হাত থেকে হিরে যায় তাঁর সেনাপতি আহমেদ আবদালির কাছে। যিনি আফগানিস্তানে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তারপর এই হিরে ছিল এই বংশেই। এরপর যখন আবদালির বংশধর শাহসুজা হিরে নিয়ে লাহোর যান, সেই খবর পৌঁছে যায় শিখ সাম্রাজ্যের রাজা রণজিৎ সিংয়ের কাছে। তিনি যুদ্ধ করে এই হিরে নিজের হাতে নিয়ে নেন। মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যু হলে কোহিনূরের উত্তরাধিকারি হন তাঁর পুত্র সম্রাট দলিপ সিং। এরপর যখন ব্রিটিশদের সঙ্গে শিখদের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যখন শিখরা হেরে যায় তখন লর্ড ডালহৌসি লাহোর চুক্তি করেন। সেই চুক্তির অন্যতম বিষয় ছিল, মহারাজা তার যাবতীয় সম্পদ ইংল্যান্ডের রানির হাতে সমর্পণ করবেন। সেই মতনই ডালহৌসি কোহিনূর নিয়ে আসেন মুম্বইতে। সেখান থেকেই চলে যায় লন্ডনে।
কোহিনূর হিরে ইতিহাসের পাতায় বহুকাল ধরেই অভিশপ্ত বলা হয়। কারণ মনে করা হয়, যে-শাসক এই হিরে নিজের মাথায় মুকুটে বসিয়েছেন, তাঁরই হয়েছে করুণ পরিণতি। আর যে কারণে একটি আইন জারি করেন রানি ভিক্টোরিয়া। জানানো হয়, একমাত্র রাজপরিবারের রানিদের মুকুটেই শোভা পাবে কোহিনূর হিরে। মনে করা হয়, ভিক্টোরিয়া এই অভিশাপের কথা স্মরণ করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে এই হিরের ভ্যালুয়েশন কত? সেটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন। মনে করা হচ্ছে, কোহিনূরের বর্তমান বাজার দর দাঁড়াতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা। এবার শেষ বিষয়। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কার মুকুটে বসবে কোহিনূর হিরে? রানির মৃত্যুর পর রাজা হবেন চার্লস। জানা যাচ্ছে, ট্র্যাডিশন অনুযায়ী কোহিনূর হিরে বসবে চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলিয়ার মুকুটেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ