Daily

স্বাস্থ্য বিমা করেন তো? আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্য বিমা ঠিক কতটা জরুরি তা নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছেন? অন্তত করোনা মহামারীর সাক্ষী হয়ে তো বলা যেতে পারে যে আলবাত পাচ্ছেন। দরিদ্র শ্রেণি তো দূর, আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদেরও চিকিৎসার খরচ সামলাতে কালঘাম ছুটেছে। আর এমন অবস্থায় বিমা যে কতটা সঙ্গত করতে পারে, তা আমি আপনি সকলেই বুঝেছি।
স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের খরচ সাধারণ মানুষকে তদের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা থেকে বিরত রাখে। আর এমন অবস্থায় তারা চ্যাঁ সরকারি হাসপাতালে যেতে যেখানে কম খরচে চিকিৎসা পাওয়া যাবে। এবার সেই সমস্ত সাধারণ এবং দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে প্রধানমন্ত্রী চালু করলেন আয়ুষ্মান গোল্ডেন কার্ড। একই কার্ডে ব্যক্তির চিকিৎসা হবে, তাও এক্কেবারে বিনামূল্যে। কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।
প্রথমে জেনে নেওয়া যাক কি এই আয়ুষ্মান গোল্ডেন কার্ড? এটি হল এমন একটি কার্ড যেখানে সাধারণ এবং দরিদ্র শ্রেণীর মানুষেরা ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা প্যে যাবেন। এই কার্ড থাকলে ওই ব্যক্তি, সার্জারি, ডায়াগনিস্টিক, মেডিকেল কেয়ার সহ মোট ১৩৫০ টি চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালেই এই পরিষেবা উপলব্ধ রয়েছে।
এই কার্ডটি পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তবে তার জন্য আপনাকে নিকটবর্তী সিএসসি অফিস, বা জেলা অফিসে যেতে হবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নিতে ভুলবেন না যেন। ফর্ম পূরণ করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি জমা দিয়ে কনফর্ম করলেই কাজ শেষ।
ব্যুরো রিপোর্ট