Daily

দেশের সকল স্তরের মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর সমবন্টন করতে এবং পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণ করতে সুদূর খিলজি আমলে শুরু হয়েছিল রেশন ব্যবস্থা। এগিয়েছে সময়, বদলেছে নিয়ম। কিন্তু বন্ধ করা যায়নি রেশন দুর্নীতি। তাই আরও কড়া হলো রাজ্য সরকার।
রেশন দুর্নীতি আটকাতে জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত ব্যক্তি অথবা বিবাহিত মহিলার রেশন কার্ড ক্যান্সেল না করিয়ে যদি ওই ব্যক্তি অথবা মহিলার নামে রেশন তোলা হয় এবং কোনোভাবে যদি সেটা সরকারের নজরে আসে তবে অভিযুক্ত ব্যক্তিকে দিতে হতে পারে জরিমানা। এমনকি উক্ত ব্যক্তির পাঁচ বছরের জেলও হতে পারে।
তবে দুশ্চিন্তার কিছু নেই , আপনি বাড়িতে বসেই কার্ড সারেন্ডার, বা ক্যান্সেল করতে পারেন। কিভাবে? আসুন জেনে নেয়া যাক।
রেশন কার্ড ক্যান্সেল করতে বা সারেন্ডার করতে হলে আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতি অবলম্বন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হলে https://food.wb.gov.in/ -এই লিংকে ক্লিক করে, ‘সার্ভিস এন্ড সিটিজেনস করনার্স’ – এ গিয়ে ‘ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস’ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে ‘Surrender/Cancel Ration card’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্যগুলো যথানুসারে দিতে হবে। এছাড়াও অফলাইনে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে, সাথে প্রয়োজনীয় নথি জমা করতে হবে।
ব্যুরো রিপোর্ট