Daily

বিশ্ববাজারে ক্রমশ নিজের দাপট বাড়িয়ে চলেছে ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে প্রায় সকল দেশেই প্রবল জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। ভারতেও পাল্লা দিয়ে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। এর ফলে ভারতে কেন্দ্রীয় সরকার ক্রিপ্টোকারেন্সির ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে। আবার অনেকে মনে করছেন, ভারতে বন্ধ করে দেওয়া হতে পারে ক্রিপ্টোকারেন্সি।
আর ঠিক এই জায়গায় সব বিতর্ক উড়িয়ে, ভারতের ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে এই সমস্যা সমাধানের উপায়। তারা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে কীভাবে ভারতে সুরক্ষিত এবং আইনি ভাবে চালু রাখা যেতে পারে ক্রিপ্টোকারেন্সি। শুধু তাই নয়, ভারতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের জন্য লাইসেন্স ব্যবস্থার প্রচলন করতে হবে। পাশাপাশি, ভারতে ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহার করা ফান্ডের ওপর নজর রাখতে হবে এবং বিভিন্ন নিয়ম তৈরি করে ক্রিপ্টোকারেন্সিকে রেগুলেট করতে হবে। মানিকন্ট্রোল মারফত জানা গিয়েছে এই তথ্য। সেই তথ্য অনুযায়ী, ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল কেন্দ্রীয় সরকারকে এই ক্রিপ্টোকারেন্সির সমস্যা সমাধানের উপায় জানিয়েছে।
ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল জানিয়েছে যে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রেগুলেট করার জন্য এবং রিয়েল টাইম ট্রানজাকশন ট্র্যাক করার জন্য কেওয়াইসি (KYC) ও অ্যান্টি-মানি লন্ডারিং (AML) নিয়ম লাগু করতে হবে। এছাড়াও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) এবং অন্যান্য ট্যাক্স নিয়মের দ্বারা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে স্পষ্টতা আনার দাবি জানিয়েছে ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল।
ব্যুরো রিপোর্ট