Daily

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে নানারকম জনকল্যাণমূলক কর্মসূচি। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী , রয়েছে ভুড়ি ভুড়ি উদাহরণ। রেশন দুর্নীতি আটকাতে এবারে শুরু হতে চলেছে দুয়ারে রেশন কর্মসূচি।
সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টেই শুরু হয়ে যাবে, এই দুয়ারে রেশন কর্মসূচি। যদিও রাজ্যের সব জায়গায় এখনো শুরু করা যাচ্ছে না এই ব্যবস্থা। তবে প্রায় ৩ কোটি মানুষ এই ‘দুয়ারে রেশন’ প্রকল্পের আওতায় থাকছেন বলে জানিয়েছেন রাজ্য সরকার। এর সুবিধে পেতে আপনার রেশন কার্ডের সাথে আজই আধার কার্ডের লিংক করিয়ে নিন। ভুঁয়ো আধার কার্ড ব্যবহার বন্ধ করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার।
কিভাবে লিংক করবেন আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড? বিস্তারিত জানুন এইখানে
১) প্রথমে সরাসরি রেশন দোকানে গিয়ে রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন।
২) ১১ নং ফর্মটি ভর্তি করে, এরিয়া ইন্সপেক্টরের কাছে জমা করুন।
৩) food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েও অনলাইনে বা অফলাইনে নিজেই করতে পারেন।
৪) প্রয়োজনে আপনার আধার কার্ডটি বাংলা সহায়তা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকেও লিঙ্ক করা যাবে।
৫) হোয়াটস অ্যাপ এর মাধ্যমেও আধার লিঙ্ক করতে পারেন। সেক্ষত্রে আপনাকে ৯৯০৩০৫৫৫০৫ এই নম্বরে যোগাযোগ করতে হবে।
৬) এছাড়াও আগামী জুলাই মাসেই আসতে চলেছে নতুন মোবাইল অ্যাপ। তখন সহজেই বাড়িতে বসে আধার লিঙ্ক করাতে পারবেন আপনি নিজেই।
ব্যুরো রিপোর্ট