Daily

আবারও লালবাড়ির কুর্সি নিজের দখলে নিলেন ফিরহাদ হাকিম। পুনরায় কলকাতার মেয়র পদের দায়িত্ব নিলেন তিনি। পুরসভার চেয়ারপার্সন হলেন মালা রায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র ভবনে নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এত শান্তিপূর্ণ নির্বাচন ভারতে কোথাও করে দেখাতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশকে ধন্যবাদ এত শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। যত জিতব, তত নম্র হবে। অহংকারের জায়গা তৃণমূলে নেই।’
নবনির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশে এদিন তিনি বার্তা দেন, ”সবাইকে হয়তো জায়গা দিতে পারব না। ৪০ জন নতুন মুখ এসেছে। তাদের সবাইকে ভালো করে কাজ শিখতে হবে। মনে রাখবেন ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে। খারাপ কাজ করলে ভুল বার্তা যাবে। আজ থেকেই এলাকা ক্লিন করতে শুরু করবেন। যদিও আপনাদের শপথ এখনও হয়নি। সব হোর্ডিং, পোস্টার খুলে ফেলতে হবে। এর পর রাস্তা ক্লিয়ার, রং করা, নিকাশি দেখা, ডেঙ্গু সব বিষয়ে দেখতে হবে। আগামী ৬ মাস বাদেই রিপোর্ট কার্ড নেব।”
বড়দিনের আগে শাসকদল কেট কাটলেও, এবার দেখার অপেক্ষা, নতুন বছরে কলকাতা মহানগরী আরও কতটা সুন্দরভাবে সেজে ওঠে। সেদিকেই তাকিয়ে রয়েছে কলকাতাবাসী।