Market
সত্যি হল আশঙ্কা। ভিআই থেকে নিজেকে সরিয়ে নিলেন কুমার মঙ্গলম বিড়লা। যার ফলে ভারতের টেলিকম শিল্পে তো বটেই একইসঙ্গে শিল্পক্ষেত্রতেও সংশয় বেশ কিছুটা মাথা তুলে দাঁড়াল। নন-এগজিকিউটিভ চেয়ারম্যান এবং নন-এগজিকিউটিভ ডিরেক্টর পদ থেকে শিল্পপতির এই সরে দাঁড়ানোটা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দিল ভিআইয়ের ভবিষ্যৎকে। একইসঙ্গে প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল লক্ষ লক্ষ গ্রাহকের ভিআই পরিষেবা।
জুন মাসেই বিড়লা কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সরকারি সাহায্য না পেলে তাঁকে টেলিকম ব্যবসায় ইতি টানতে হবে। কারণ, গত ৩১ মার্চের হিসেব অনুযায়ী ভোডাফোনের বকেয়া প্রায় ১.৮ লক্ষ কোটি টাকা। এখন ব্যাঙ্কিং সেক্টরেও ভিআইয়ের এই ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। সংস্থা যদি তার বকেয়া মেটাতে না পারে তাহলে এই বড় অঙ্কের ঋণ আসলে অনুৎপাদক সম্পদে পরিণত হবে।
এদিকে সংস্থার শেয়ারের অভিমুখ ক্রমশই নিম্নমুখী। বিড়লার ছেড়ে দেওয়ার প্রসঙ্গ প্রকাশ্যে আসতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সংস্থার শেয়ার। আর বুধবার ভিআইয়ের পর্ষদ থেকে তিনি সরে দাঁড়ানোর পরেই শেয়ার একধাক্কায় কমে ১৮ শতাংশেরও বেশি।
ব্যুরো রিপোর্ট