Daily

অন্যান্য সেক্টরের মতই, রিলায়েন্স তার সাম্রাজ্য বিস্তারে সফলতা পেয়েছে টেলিকম সেক্টরেও। রিলায়েন্স জিও টেলিকম ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় নাম। ভারতের মোবাইল নেটওয়ার্ক পরিষেবায় একটি ব্র্যান্ড হিসেবে নিজেকে দাঁড় করিয়ে তুলেছে এই জিও। বিশ্বের তৃতীয় বৃহত্তম নেটওয়ার্ক অপারেটর জিও, নিজেদের যাত্রা শুরু করেছিল ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর। বর্তমানে গোটা বিশ্বে জিওর মোট গ্রাহক সংখ্যা ৪২.৬২ কোটি।
জিওর মালিক যে মুকেশ আম্বানি এই বিষয়টা সকলেই জানেন। কিন্তু অনেকে এটা জানেন না যে জিওর সম্পূর্ণ মালিকানা মোটেই আম্বানির হাতে নয়। অংশীদারিত্ব রয়েছে আরও বেশ কয়েকটি সংস্থার। গুগল, মেটা, কেকেআর ভিস্তা ও সিলভারলেকের মত বিভিন্ন সংস্থার অংশীদারিত্ব রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা জিওতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ৬৭.০৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে জিওতে। আর বাকি শেয়ার এর মধ্যে ৯.৯৯ শতাংশ রয়েছে মিটার, ৭.৭৩ শতাংশ রয়েছে গুগলের, ২.৩ দুই শতাংশ রয়েছে কেকেআর নামক একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্মের। অর্থাৎ জিওর ৬৭.০৩ শতাংশ শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি হাতে থাকলেও বাকি ৩২.৯৭ শতাংশ শেয়ার কিন্তু রয়েছে বিশ্বের অন্যান্য সংস্থাগুলির হতে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ