Market

একসময় দেশের সেরা পাঁচ ধনকুবেরদের মধ্যে অন্যতম ছিলেন বিজয় মাল্য। তাঁর কোম্পানি কিংফিশারের সাফল্য ছিল আকাশছোঁয়া। কিন্তু সময়ের ফেরে দেশের অন্যতম ধনীদের মধ্যে একজন বিজয় মাল্যর আজ দেশে ঠাঁইটুকুও মেলেনি। আর এবার বিক্রি হয়ে গেল তাঁর কিংফিশার মহলও। তাও আবার মাত্র ৫২ কোটি ২৫ লক্ষ টাকায়। পূর্ববর্তী সংস্থা কিংফিশারের আনুষ্ঠানিক হেডকোয়ার্টার ছিল এই কিংফিশার মহল। যা এতদিন পর্যন্ত ফাঁকাই পড়েছিল। অবশেষে পাওনাদারদের হাতে বিক্রি হয়ে গেল ঐ হেডকোয়ার্টার৷
জানা গিয়েছে, স্যাটার্ন রিটেলার্স নামের একটি হায়দ্রাবাদ কেন্দ্রিক বেসরকারি ডেভেলপার কোম্পানি এই কিংফিশার মহল কিনে নিয়েছে। প্রসঙ্গত, বিজয় মালিয়ার ঐ অফিসের জন্য যে ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছিল, সেই মূল্যেই বিক্রি হয়েছে এই বাড়ি। অর্থাৎ ৫২ কোটি টাকার ঊর্ধ্বে ওঠেনি দাম।
এর থেকে বেশি দাম পাওয়া গেলনা কেন? সূত্র মারফত জানা গিয়েছে, পাওনাদারদের কিংফিশার মহল বিক্রির চেষ্টা ছিল অনেকদিনেরই। কিন্তু প্রত্যেকেই অনিচ্ছুক ছিল পরিত্যক্ত ঐ হেডকোয়ার্টারের উপর। কার্যত আটবার চেষ্টা করার পর শেষমেষ ৯ বারের বেলায় ওই বেসরকারি ডেভেলপার কোম্পানি বাড়িটি কিনে নেয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক ঐ সম্পত্তি বিক্রয়ের চেষ্টায় রয়েছে। প্রথমবার বিক্রয়ের চেষ্টা করা হয় ২০১৬ সালের মার্চ মাসে। তখন ঐ সম্পত্তির মূল্য ধার্য করা হয়েছিল ১৫০ কোটি। ঐ হেডকোয়ার্টার নতুন করে তৈরি করার কোনও সম্ভাবনা নেই। মূল মুম্বই বিমানবন্দর থেকেও বেশ দূরে ঐ প্রপার্টি। সেইসমস্ত সম্ভাবনা মাথায় রেখেই কিনতে চাননি কেউ।
কিন্তু যাঁর সম্পত্তি ঘিরে এত বিতর্ক, সেই বছর ৬৫-র বিজয় মালিয়ার এখন পাকাপোক্ত ঠিকানা এখন সুদূর ব্রিটেনে। সাময়িকভাবে জামিনে থাকলেও আইনত বেশকিছু জটিলতার মধ্যেও আটকে আছেন বিজয় মালিয়া।
ব্যুরো রিপোর্ট