Daily

নিষ্ঠুর পৃথিবী! নিষ্ঠুর মানবজাতি! নিষ্ঠুরতার শিকার – পশু পাখি। আর এই নিষ্ঠুরতার জীবন্ত উদাহরণ কিম জং উন। নিষ্ঠুরতার কঠোরতম পর্যায়ে বরাবরই শিরোনামে থাকে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতার নাম। এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে সামনে এসেছে তার একাধিক ক্রিয়াকলাপ। তবে এবার তিনি যা ঘোষণা করলেন, তা সত্যিই নির্মম হওয়ার নিকৃষ্টতম উদাহরণ।
কিমের সর্বশেষ আদেশ অনুযায়ী, অন্য দেশের সীমান্ত পার হয়ে কোনও বিড়াল ও কবুতর উত্তর কোরিয়ায় প্রবেশ করলে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন তিনি। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চীন থেকে উত্তর কোরিয়ায় আসছে করোনাভাইরাস। নিয়ে আসছে বিড়াল ও কবুতর।
করোনার প্রকোপ খতিয়ে দেখতে তদন্তে নামে উত্তর কোরিয়া প্রশাসন। আর সেই তদন্ত রিপোর্টেই নাকি উঠে এসেছে এমন তথ্য। তাই দেরি না করে চীনের সীমান্ত পেরিয়ে কোনও পশু বা পাখি উত্তর কোরিয়ায় ঢুকলেই গুলি করে মেরে ফেলার নির্দেশ জারি করেছেন কিম। এমনকি দেশের নাগরিক যাদের পোষ্য বিড়াল, তাদেরও থাকতে হচ্ছে আইসোলেশনে। বারবার পড়তে হচ্ছে সরকারের ক্ষোভের মুখে।
নির্মম! ক্ষুদ্ধ নিজের দেশের নাগরিকরাই। নির্বিকার কিম। এত কিছুর পরও এতটাই নিষ্ঠুর সে। সত্যিই অমানবিক!
ব্যুরো রিপোর্ট